খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

নগরীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩২ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


ওসমান হাদি, দীপু চন্দ্র দাস, আয়েশাসহ সকল হত্যা, মব সন্ত্রাস এবং প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী কার্যালয়ে ধ্বংসযজ্ঞের বিচারের দাবিতে গতকাল বুধবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট খুলনা জেলা কমিটি। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সমাবেশ থেকে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা এবং উগ্রসা¤প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে ঐক্যবদ্ধ হওয়ারও আহŸান জানানো হয়। 
মহানগর জাসদ’র সভাপতি রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে জেলা বাসদের আহŸায়ক জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সদস্য ডাঃ মনোজ দাশ, প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি এসএ রশীদ, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, কোহিনুর আক্তার কনা, গাজী নওশের আলী, আনিসুর রহমান মিঠু, মোঃ হাসান, এইচ এম শাহাদাৎ, এড. নিত্যানন্দ ঢালী, ডাঃ সমরেশ রায় ও আব্দুল করিম প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ