খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

খুলনা-১ ও ৬ আসনে হাতপাখা প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর ও চরমোনাই পীর মনোনীত খুলনা-১  (দাকোপ বটিয়াঘাটা) ও খুলনা-৬ পাইকগাছা-কয়রা)  সংসদীয় আসনে হাতপাখার সংসদ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  বুধবার বেলা ২টায় উপজেলা রিটার্নিং অফিসারের কার্যলয়ে থেকে খুলনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দুপুর ১২টায় পাইকগাছা উপজেলা রিটার্নিং অফিসারের কার্যলয়ে থেকে খুলনা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ আসাদুল­াহ আল-গালিব মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত  ছিলেন  ইসলামী যুব আন্দোলন  বাংলাদেশ খুলনা  বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিব  গোলদার, মাওঃ ওমর ফারুখ, দাকোপ উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি শাকিল আহমেদ রাসেল, মাওঃ নাসীম উদ্দিন,  পাইকগাছা উপজেলা সভাপতি মুফতি আহমাদ আলী, সেক্রেটারি হাফেজ মোঃ মঈনুদ্দিন, আবু দাউদ, হাফেজ ওসমান করিম, এম এম সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন মুকুল।
আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাইকগাছা উপজেলা সভাপতি মোঃ মিনারুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কপিলমুনি ইউনিয়ন শাখার সেক্রেটারি মুফতি আবু বক্কর।

্রিন্ট

আরও সংবদ