খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

মানিক মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৩ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


তফাজ্জল হোসেন মানিক মিয়া পাঠাগার ও সমাজকল্যাণ ফাউন্ডেশন খুলনার  উদ্যোগে মানবকল্যাণ কর্মসূচির আওতায় খুলনা অঞ্চলে চলমান শীত দুর্যোগে শীতার্ত অসহায় ছিন্নমূল দুস্থদের মাঝে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুরে খুলনা রেলওয়ে হাসপাতাল রোডে মানিক মিয়া শপিং কমপ্লেক্স চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে  ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদারের সভাপতিত্বে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, রুহুল আমিন হাওলাদার, জাহাঙ্গীর হোসেন মঞ্জু এবং দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। 
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কাজী আব্দুল হাই, দীনেশ চন্দ্র হালদার, ইমরান হোসেন পিটু, আবুল কালাম সিকদার,  খান জাহিদ হোসেন, ডালিম চোকদার ও মোঃ হাসানুজ্জামান হাসান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ