খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

আশাশুনির বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশুর

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু অর্নব দেবনাথ (২) বুধহাটা গ্রামের কাপড় ব্যবসায়ী কৃষ্ণ দেবনাথের পুত্র।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে অর্নব বাড়ির উঠান ও আশপাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মায়ের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেশীরাও শোকে স্তব্ধ হয়ে পড়েন।
 

্রিন্ট

আরও সংবদ