খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

আসামে আদিবাসী এলাকায় সহিংসতা, নিহত ২

খবর প্রতিবেদন |
০১:৫০ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


ভারতের আসাম রাজ্যের পশ্চিম কার্বি আংলং জেলার খেরনি এলাকায় নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় দু’জন নিহত হয়েছেন। গুয়াহাটি থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত খেরনি এলাকা এ সপ্তাহের শুরুতেই উত্তাল হয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে বোমা, পাথর ও তীর নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা মোতায়েন করেছে রাজ্য সরকার। এ খবর দিয়েছে দ্য হিন্দু।
এতে বলা হয়, এ সপ্তাহের শুরুত থেকে উপজাতি এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার তা ভয়াবহ আকার ধারণ করে। কার্বি জনগোষ্ঠীর পক্ষ থেকে দুই ধরনের সরকারি জমি-ভিলেজ গ্রেজিং রিজার্ভ (ভিজিআর) ও প্রফেশনাল গ্রেজিং রিজার্ভ (পিজিআর) থেকে ‘বহিরাগতদের’ উচ্ছেদের দাবিকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করা হলেও তা অমান্য করে সহিংসতা অব্যাহত থাকে।
নিহতদের বিষয়ে নিশ্চিত করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উলে­খ করেন। শান্তি বজায় রাখতে বুধবার খেরনি এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। 
নিহতদের মধ্যে এক আদিবাসী বিক্ষোভকারী রয়েছেন। যিনি সংঘর্ষে গুরুতর আহত হয়ে পরে মারা যান। অন্যজন ছিলেন এক অ-আদিবাসী প্রতিবন্ধী ব্যক্তি। যিনি অগ্নিসংযোগের সময় একটি ভবনের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসাম সরকার সহিংস এলাকাগুলোর ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয়।
 

্রিন্ট

আরও সংবদ