খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

বাগেরহাটে তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

ক্রীড়া প্রতিবেদক |
০২:১১ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ভলিবল প্রতিযোগিতা গতকাল বুধবার বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রাইজমানি প্রদানের মাধ্যমে সমাপ্ত হয়। জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ-এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রধান অতিথি এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিদুল ইসলাম ও খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো: মাহাবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভলিবল প্রতিযোগিতায় বাগেরহাটের খানজাহান আলী দল চ্যাম্পিয়ন ও জেলা পুলিশ দল রানার্স আপ হয়। এ প্রতিযোগিতায় মোট ছয়টি দল অংশ নিয়েছিল। 
জেলা প্রশাসক বলেন বাগেরহাটের তরুণ প্রজন্মকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন বেশি করে করতে হবে। স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন বাগেরহাটের ক্রীড়াঙ্গনকে সব ক্ষেত্রে শক্তিশালি করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় এ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ২৪ দলের সমন্বয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজন করা হবে।

 

্রিন্ট

আরও সংবদ