খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

ফুলতলায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল ঘোষণাকালে পরওয়ার

শিক্ষিত মানুষের কোন অভাব নেই, অভাব রয়েছে নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের

ফুলতলা প্রতিনিধি |
০২:১৯ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় না হলে সে মানুষ কখনো প্রকৃত মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না। আমাদের দেশে শিক্ষিত মানুষের কোন অভাব নেই, অভাব রয়েছে  নৈতিক ও চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষের। শুধুমাত্র চারিত্রিক ও নৈতিকতা গুণাবলী না থাকায় উচ্চ পদস্থ অনেক শিক্ষিত মানুষ এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমাদের পরে স্বাধীনতা লাভকারী অনেক রাষ্ট্র শুধু নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। স্বাধীনতার ৫৪ বছরে আজও আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই যার মাধ্যমে জাতি একই সাথে সৎ, যোগ্য ও দক্ষ রূপে নিজেকে গড়ে তুলতে পারে।
গতকাল বুধবার সকাল ১০টায় ফুলতলার আল হেরা আদর্শ মাদ্রাসা আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ও ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লা, মাজহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব ফুলতলার সভাপতি শামসুল আলম খোকন, দামোদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ইঞ্জিঃ শাব্বির আহমদ, প্রতিষ্ঠান প্রধান মোঃ রানা হাসান, ইউপি সদস্য মোঃ শামীম সরদার, পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আব্দুল মজিদ মোল্লা, মোঃ রুহুল কুদ্দুস লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাছুম বিল্লাহ, দাতা সদস্য মোঃ গোলাম মোস্তফা গাজী, প্রভাষক খায়রুজ্জামান সরদার, শিক্ষক হাফেজ মাওলানা রেজোয়ানুল হক, মোঃ মঈন উদ্দিন গাজী, হাফেজ রাজিবুল ইসলাম, অনারারি ক্যাপ্টেন মোঃ আবুল কাশেম, আবু জাফর মিনা, মোঃ সেলিম জমাদ্দার ও মোঃ আসলাম সরদার প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে সকাল ৮টায় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। থানা আমীর ডাঃ সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য আমীর হামজা ও আবুল কালাম আজাদ প্রমুখ। 
বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড জামায়াত আয়োজিত পুরুষ ও মহিলা সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য এড. আবু ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসেন, উপজেলা নায়েবে আমীর গাজী সাইফুল্লাহ,  সেক্রেটারি মাস্টার আব্দুর রশীদ বিশ্বাস,  ইউনিয়ন আমীর মাস্টার মোস্তাক আহমেদ চৌধুরী, অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার,  মাওলানা আব্দুল মালেক, প্রধান শিক্ষক কামরুজ্জামান বিশ্বাস, জাকির হোসেন প্রমুখ। বিকেলে গুটুদিয়া ইউনিয়নের লাইন বিলপাবলায় সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মিয়া গোলাম পরওয়ার।

্রিন্ট

আরও সংবদ

আঞ্চলিক

প্রায় ৪ ঘণ্টা আগে