খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

ক্ষমতা ও সম্মানের মালিক আল্লাহ: তারেক রহমান

খবর প্রতিবেদন |
০৪:০৭ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


পবিত্র কুরআনের একটি আয়াতের অর্থ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান।”

এর আগে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এদিন ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর সেখানে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেন্। লবিতে তিনি কিছুটা সময় কাটান।

এক ফাঁকে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মোবাইলে কথা বলেন।

এরপর তিনি লাল-সবুজ রঙের বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে কুড়িল বিশ্বরোডের তিনশ ফুট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তারেক রহমানের গাড়িবহরের সঙ্গে বিপুলসংখ্যক লোক সেই অনুষ্ঠানস্থলে যান। যেখানে সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা আগেই অবস্থান করছিলেন।

্রিন্ট

আরও সংবদ