খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

বাগেরহাট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয় ফরম ক্রয়

চিতলমারী প্রতিনিধি |
০৬:৪০ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাগেরহাট-১ আসনের (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) মনোনয়ন ফরম ক্রয় করেছেন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় সহকারি রিটানিং কর্মকর্তা ও চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের কাছ থেকে তিনি এ মনোনয়ন ফরম ক্রয় করেন। অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার।

মনোনয়পত্র গ্রহণের সময় অন্যান্যের মধ্যে সংগে ছিলেন চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, ফকিরহাট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা এ বি এম তৈয়াবুর রহমান, মোল্লাহাট উপজেলা জামায়াতে ইসলামী আমির হাসমত আলী সরদার, চিতলমারী উপজেলা সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, ফকিরহাট উপজেলা সেক্রেটারি শেখ আবুল আলা মাসুম, মোল্লাহাট উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম প্রমূখ।

মনোনয়ন ফরম ক্রয় শেষে চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান বলেন, ‘সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী বাগেরহাট-১ আসনে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান মনোনয়ন ফরম ক্রয় করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আামাদের সাংগঠনিক কর্মকান্ড আরও জোরদার করা হচ্ছে।’ 

্রিন্ট

আরও সংবদ

আঞ্চলিক

প্রায় ২০ ঘণ্টা আগে