খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

তালায় ১৫০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

তালা প্রতিনিধি |
১১:৪১ পি.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


তালায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও মুখ ডালের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার সৌরভ দেবনাথ, এসএপিপিও মোঃ বেলাল হোসেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ (এসএএও) এবং স্থানীয় কৃষকগণ। উপজেলা কৃষি অফিসের তত্ত¡াবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৫০ জন প্রান্তিক কৃষককে এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মুগ ডালের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। অতিথিরা বলেন বর্তমান সরকারের এই কৃষি প্রণোদনা প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করবে এবং ফসল উৎপাদনে সহায়ক ভ‚মিকা পালন করবে।
 

্রিন্ট

আরও সংবদ