খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

স্বাগত জানালেন জামায়াতের আমির

‘তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে আমাদের নজর থাকবে’

খবর প্রতিবেদন |
০১:৩৪ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান। তিনি লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এদিন দুপুর ১২টায় রাজধানী ঢাকার মাটিতে নামেন তারেক রহমান। সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদ রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে সিলেট হয়ে ঢাকায় আসেন তারা।
এর ঘণ্টা দেড়েক পর ফেসবুকে পোস্ট দিয়ে তাদের স্বাগত জানান জামায়াতের আমির।
দলটির আমির শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
একই সঙ্গে শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন-এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।
এর আগে দুপুরে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির লিখেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’
এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বিবিসিকে বলেছেন, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে।
তবে তিনিও মনে করেন, তারেক রহমান কীভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।
তাদের রহমানের দেশে ফেরাকে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন, এর মাধ্যমে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।
এক সময় ভোটে ও সরকারে বিএনপি জোটের সঙ্গী দল জামায়াতের প্রধান শফিকুর রহমান গত এপ্রিলে তার লন্ডন সফরের সময় দেখা করেছিলেন তারেক রহমানের সঙ্গে। সেসময় তারেকের মা বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। শফিকুর বিএনপি চেয়ারপারসনকে দেখতে গিয়েছিলেন। তখন তারেকের সঙ্গে তার বৈঠকের খবর আসে সংবাদমাধ্যম।
তবে চলতি মাসে জামায়াত আমিরের লন্ডন সফরের সময় তাদের দেখা হওয়ার কোনো খবর আসেনি। এক সময়ের জোটের দুই সঙ্গী এখন ভোটের মাঠে প্রতিদ্ব›দ্বী।

্রিন্ট

আরও সংবদ