খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

লটারির মাধ্যমে বন্দি মুক্তির নামে প্রতারণা কারা অধিদপ্তরের সতর্কবার্তা

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


লটারির মাধ্যমে কারা বন্দিদের মুক্তির প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বন্দিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহŸান জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মোঃ জান্নাত-উল ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স¤প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিচয় দিয়ে ‘লটারির মাধ্যমে বন্দি ছাড়া হচ্ছে’-এমন মিথ্যা তথ্য ছড়িয়ে বন্দিদের স্বজনদের কাছে অর্থ দাবি করছে। বাস্তবে এটি সম্পূর্ণ প্রতারণামূলক ও অনৈতিক কর্মকান্ড। এ ধরনের কোনো কার্যক্রম গ্রহণের সুযোগ কারা অধিদপ্তরের আওতায় কোথাও নেই। কারা কর্তৃপক্ষ এ ধরনের বিভ্রান্তিকর ও প্রতারণামূলক তথ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহŸান জানাচ্ছে। 
পাশাপাশি এ বিষয়ে যেকোনো তথ্য যাচাই কিংবা প্রতারণার শিকার হলে কারাগারের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

্রিন্ট

আরও সংবদ