খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

ট্রফি ছাড়াই শুরু বিপিএল, উদ্বোধনী ম্যাচের আগে হাদির জন্য নীরবতা

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০৯ পি.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক, অব্যবস্থাপনা, নাটকীয়তা আর আলোচনা-সমালোচনা। দেশীয় এ ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরেও দেখা মিলছে একই চিত্রের। এসব নিয়েই আজ থেকে শুরু হলো বিপিএলের এবারের মৌসুম। উদ্বোধনী ম্যাচের আগে দুই দলের ক্রিকেটাররা গেয়েছেন জাতীয় সংগীত। হয়েছে কোরআন তেলাওয়াতও। এছাড়া শহিদ শরিফ ওসমান হাদির প্রতি সম্মান জানিয়ে নীরবতাও পালন করা হয়েছে।

এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট থেকে। আজ উদ্বোধনী ম্যাচের মাঠে নেমেছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে আজ থেকে বিপিএল শুরু হলেও গতকাল থেকেই আসতে শুরু করে নেতিবাচক খবর।

টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক। এছাড়া নোয়াখালী এক্সপ্রেসের কোচিং না করিয়েই বিদায় নিতে চেয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। পরে অবশ্য তার মন গেলেছে, পুরো আসরেই নোয়কাহ্লীর কোচিং করাবেন তিনি।

এদিকে এবারের আসরের জন্য ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠান আয়োজনের কথা ছিল বিসিবির। তবে নিরাপত্তা শঙ্কার কারণে তা হয়নি। আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর সিলেটে অল্প পরিসরে আয়োজন করা হয়েছিল। আকাশে উড়ানো হয় প্রায় ২৫ হাজার লাল-সবুজ রঙয়ের বেলুন।

এর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। কোরআন তিলওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত। এদিকে বিপিএলের ম্যাচ মাঠে গড়ালেও এখনো ট্রফির দেখা মিলেনি। সব টুর্নামেন্টেই উদ্বোধনী ম্যাচের আগে ট্রফির দেখা মিললেও এবার বিপিএলে তা হয়নি। বিদেশ থেকে ট্রফি এখনো এসে পৌছায়নি। এ কারণেই ট্রফি ছাড়াই শুরু হয়েছে বিপিএল। টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কদের ফটোসেশনও তাই হয়নি। সব মিলিয়ে গোঁজামিল দিয়েই শুরু হল বিপিএলের এবারের আসর। 

্রিন্ট

আরও সংবদ