খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

ছাত্রশিবিরের নতুন সভাপতি সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ

খবর প্রতিবেদন |
০৬:০১ পি.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। আর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নতুন নেতৃত্ব পান তারা।

ইসলামী ছাত্রশিবিরের ফেইসবুক পেইজের এক পোস্টে বলা হয়েছে, “২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। আল্লাহ তায়ালা দ্বীনের সুমহান দায়িত্ব পালনে সহায় হোন।”

নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমায় লেখাপড়া করছেন তিনি।

সেক্রেটারি জেনারেল নির্বাচিত হওয়া সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তবে ২০২৫ সেশনে কেন্দ্রীয় শাখার দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট থেকে লেখাপড়া শেষ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন তিনি।

্রিন্ট

আরও সংবদ