খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

খুলনায় খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তারেক রহমানের প্রত্যাবর্তনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক |
০৭:১৬ পি.এম | ২৬ ডিসেম্বর ২০২৫

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন করায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ খুলনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে নগরীর টাউন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

এসময় খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, রবিউল হোসেন, আশরাফুল ইসলাম নূর, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতি, গণধিকার পরিষদের নেতা বিল্লাল হোসেন, বিএনপি নেতা মুরশির্দুর রহমান লিটন, শামসুল বারী পান্নাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন ভূমিকা রেখে চলেছেন। দীর্ঘ নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। আজ তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন—এই মুহূর্তে তার জন্য দেশ-বিদেশের কোটি মানুষ দোয়া করছেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। এটি শুধু বিএনপির জন্য নয়, গণতন্ত্রকামী মানুষের জন্যও একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক ঘটনা। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এই প্রত্যাশা আজ জনগণের।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

্রিন্ট

আরও সংবদ