খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

নগরীর ৯নং ওয়ার্ডে গণসংযোগকালে মাহফুজ

সচেতন ছাত্র-জনতা ষড়যন্ত্র কোনো ভাবে মেনে নেবে না

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল মহল বিশেষের রাজনৈতিক উচ্চাভিলাষ ও ক্ষমতার লিপ্সার কারণেই তা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিপ্লবোত্তর প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণহত্যাকারী বিচারের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্র“তি দেয়া হলেও মহল বিশেষের হঠকারিতার কারণেই অন্তবর্তী সরকার সে অবস্থান থেকে সরে আসার মওকা খুঁজছে। কিন্তু সচেতন ছাত্র-জনতা এ সব ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না। 
গতকাল শুক্রবার দিনব্যাপী খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৯নং ওয়ার্ডের উদ্যোগে বাস্তুহারা এলাকায় গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন। 
এ সময় মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জামায়াত নেতা  অধ্যাপক শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদ, কাজী নুরুল আলম লাবলু, কাজী ওহিদুল ইসলাম, কাজী শাহ এজাজ পিরু, কাজী আবুল আসানাত বাবু, কাজী হাবিবুর রহমান বাকা, কাজী ফকরুল জামান পিন্টু, কাজী হেদায়েতুল ইসলাম, কাজী মনোয়ার হোসেন মনো, শেখ আব্দুল হাই, শেখ কাওছার হোসেন, কাজী মোহসিন, কাজী শরিফুল ইসলাম চাদ ও কাজী জিয়াউর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ