খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

স্বদেশ প্রত্যাবর্তনের দোয়া পূর্ব আলোচনায় মঞ্জু

বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদেশের ঐক্যের প্রতীক উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু  বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতোপূর্বেও সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোন সংকটে বেগম খালেদা জিয়াকে অত্যন্ত প্রয়োজন।
গতকাল শুক্রবার জুম্মা বাদ বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও দীর্ঘ ১৭ বছর পর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়লাপোতা মোড়ে বায়তুল আমান জামে মসজিদসহ নগরীর সকল মসজিদে দোয়া অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ সাধারন মুসাল্লিগণ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, এড. গোলাম মওলা, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, এড. মুজিবর রহমান, মাহবুব হোসেন, ওমর ফারুক, আব্দুল মতিন, কামাল উদ্দিন, ফিরোজ আহমেদ, শাকিল আহমেদ, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ আলী, মোস্তফা জামান মিন্টু, এড. ওমর ফারুক, হুমায়ুন কবির, এড. রফিকুল ইসলাম, গোলাম নবী ডালু, হাসমত হোসেন, আসাদ সানা, এসএম সজল, তরিকুল ইসলাম লিটন ও শফিউদ্দিন আহমেদ প্রমুখ
 

্রিন্ট

আরও সংবদ