খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় পন্ড

কুষ্টিয়া প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন বাংলা ভাষাভাষি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের  চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া নজরদারি ও দ্রুত পদক্ষেপে ওই প্রচেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার বেলা ১১টায় পাঠানো এক  প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতপুরের আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
পুশইন চেষ্টাকারীদের মধ্যে ছিল ৬ জন পুরুষ, ৪ নারী ও ৪ শিশু। তারা হলেন মৃত হারুন শেখের ছেলে শেখ জব্বার (৭২), তার চার ছেলে শেখ হাকিম (৪৩), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩২) ও শেখ বান্টি (৩০), শেখ ওকিলের স্ত্রী শাবেরা বিবি (৩০), শেখ হাকিমের স্ত্রী শমশেরি বিবি (৩৮), শেখ রাজার স্ত্রী মাইনু বিবি (২৫), শেখ জব্বারের স্ত্রী আলকনি বিবি (৬২), মৃত শেখ হোসেনের স্ত্রী গুলশান বিবি (৯০) এবং শিশু শাকিলা খাতুন (১১), নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শেখ রুহিত।
বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয়দের বাংলাদেশে পুশইন চেষ্টার ঘটনায় পরিস্থিতি তীব্র হলে বিএসএফ’র আহŸানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা  বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মহিষকুন্ডি বিওপির সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল এবং বিএসএফ’র নিউ উদয় কোম্পানি কমান্ডার এসি অনিল কুমারের নেতৃত্বে ৬ সদস্য উপস্থিত ছিলেন। সীমান্তের মেইন পিলার ১৫৪/০৭ এস সংলগ্ন ভারতের চাইডোবা মাঠে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বৈঠক চলে।
বৈঠকে বিজিবি বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশইনের ঘটনায় প্রতিবাদ জানায় এবং তাদের ফেরত নেয়ার অনুরোধ করে। পরিচয় যাচাইয়ে তারা ভারতীয় নাগরিক প্রমাণিত হলে বিএসএফ তাদের নিজ ভূখন্ডে ফিরিয়ে নেয়।
লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে পুশইনের চেষ্টা করা হলে বিজিবির টহলরত সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

্রিন্ট

আরও সংবদ