খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

তারেক রহমানের কর্মসূচি নির্বিঘ্ন করতে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

খবর প্রতিবেদন |
১১:৫২ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দিতে শাহবাগ মোড় থেকে সরে দাঁড়িয়েছে ইনকিলাব মঞ্চ।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ সময় তার যাতায়াতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংগঠনটি সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি স্থগিত করে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, এই সাময়িক সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেবল তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন রাখতে। তবে দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে সারাদেশের জনতাকে শাহবাগের শহীদ হাদি চত্বরে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এর আগে, শুক্রবার জুমার পর থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মিছিল আর স্লোগানে রাতভর উত্তাল ছিল রাজধানীর শাহবাগ মোড়। শুক্রবার রাত পেরিয়ে শনিবার সকালেও শাহবাগে অবস্থান করছেন হাদির সহযোদ্ধারা। তারা এ চত্বরে ফজরের নামাজ আদায় করেন। পরে সকালের দিকে সাময়িকভাবে শাহবাগ মোড়ের অবস্থান কর্মসূচি স্থগিত করে ডানদিকে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেয়।

দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি খুনি ফয়সাল করিমকে হাজির করার দাবিতে এখানে অবস্থান নেন ছাত্রজনতা।

্রিন্ট

আরও সংবদ