খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

খবর প্রতিবেদন |
০২:৩৮ পি.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষে বনানীতে গিয়ে ছোট ভাইয়ের কবর জিয়ারত করেন তিনি।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) কোকোর কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত  করেন।

আরাফাত রহমান কোকো মারা যাওয়ার সময় যুক্তরাজ্যে নির্বাসনে ছিলেন তারেক রহমান। ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফিরেন তারেক রহমান। এই প্রথম ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তিনি।

আরাফাত রহমান কোকোর জন্ম ঢাকায়, ১৯৬৯ সালে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো।

তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।

্রিন্ট

আরও সংবদ