খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

নড়াইল-০২ আসনে বিএনপি’র মনোনয়ন সংগ্রহ করলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

নড়াইল প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নড়াইল-০২ আসনের মনোনয়ন সংগ্রহ করলেন (ন্যাশনাল পিপলস পার্টি) এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। শনিবার বিকালে তিনি বিএনপি’র একাংশের নেতাকর্মীদের সাথে নিয়ে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন। 
উলে­খ্য এ মাসের ৪ তারিখে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে প্রাথমিকভাবে মনোনয়ন প্রদান করেন দলটি। পরে এ মাসের ২৪ তারিখ সাধারন সম্পাদক মনিরুল ইসলামের নাম প্রত্যাহার করে বিএনপি জোটের শরিক এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করে। এ সময় জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ড. ফরিদুজ্জামান ফরহাদ বিএনপি জোটের শরীক হিসাবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করেন।   
 

্রিন্ট

আরও সংবদ