খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

পাঁচবিবি সীমান্তে বিএসএফ’র কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা

খবর প্রতিবেদন |
০১:৪০ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির বাধায় তা বন্ধ হয়ে গেছে। এতে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। শনিবার ভোরে ঘন কুয়াশার মধ্যে পাঁচবিবির কয়া ক্যাম্পের আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৪৭, ৪৮ ও ৪৯ সাব পিলারে বিএসএফএফ সদস্যরা শূন্যরেখার কাছে কাঁটাতারের এ বেড়া তৈরির চেষ্টা চালায়।
বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে বিজিবি ও বিএসএফ সদস্যরা পতাকা  বৈঠকে বসেন। সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রেখে তা সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ।
গত বছরের ১৯ অক্টোবর এবং এ বছরের ২১ জানুয়ারি বিএসএফ সদস্যরা কিছু অংশে কাঁটাতারের বেড়া দিলে বিজিবি এতে বাধা দেয়।
এরপর আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্য রেখার পাশে ২০ ফুট দূরে কাঁটাতারের বেড়া স্থাপন করে তারা।
জয়পুরহাট ২০ বিজিবির সহকারী পরিচালক মোঃ ইমরান হাসান জানান, বিষয়টি নিয়ে বিএসএফকে প্রতিবাদ পাঠিয়েছে বিজিবি।

 

্রিন্ট

আরও সংবদ