খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

জারার পদত্যাগের পর এনসিপির ৩ শীর্ষ নেত্রীর ‘রহস্য পোস্ট’

খবর প্রতিবেদন |
০১:৪৯ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা। শনিবার দলের একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন। তার পদত্যাগের খবরের পরপরই দলটির তিন শীর্ষ নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রহস্যজনক পোস্ট দিয়েছেন। তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম-আহŸায়ক সামান্তা শারমিন, যুগ্ম-সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম-সদস্য সচিব ডাঃ মাহমুদা মিতু।
সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল­াহ সহায়।’
নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট...।’
অন্যদিকে ডাঃ মাহমুদা মিতু লিখেছেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’
মিতৃ ফেসবুক পোস্টে লেখেন, ‘চাটুকারিতা ও দালালি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, তাতে স্পষ্ট, সচেতন না হলে দমন-পীড়নের দিন আবার ফিরে আসবেই।’
এদিকে এনসিপি জামায়াতের সঙ্গে জোট করছে এটা মোটামুটি নিশ্চিত। রোববার আসতে ঘোষণা। এমন পরিস্থিতে তারা কোন ইংগিতে এসব স্ট্যাটাস দিয়েছেন শিগগির হয়তো স্পষ্ট হয়ে যাবে।

্রিন্ট

আরও সংবদ