খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

বটিয়াঘাটা ও দাকোপে পুলিশ সুপার

যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার স্বপ্ন দেখছেন তারা আজকের পর ওই স্বপ্ন ভুলে যান

দাকোপ ও বটিয়াঘাটা প্রতিনিধি |
০২:০৮ এ.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দাকোপ ও বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় দাকোপ থানা চত্বরে ও অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। 
সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা বক্তৃতার জবাবে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার বলেন মাদকের বিষয়ে পুলিশের অবস্থান জিরো টলারেন্স নীতি। এ ছাড়া দাকোপে বর্তমান মৌসুমে জমির ফসল নিয়ে বিরোধ, সুন্দরবন কেন্দ্রীক সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ, প্রত্যন্ত অঞ্চলে গভীর রাত পর্যন্ত চায়ের দোকানে আড্ডা বন্দ, অবৈধ মোটরসাইকেল চলাচল প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক দল ও সুধী সমাজের সমর্থন কামনা করে তিনি হুঁশিয়ারী উচ্চারন করে বলেন আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য পুলিশসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার স্বপ্ন দেখছেন তারা আজকের পর ওই স্বপ্ন দেখা ভুলে যান। তিনি দাকোপের শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলার অতিঃ পুলিশ সুপার (ট্রাফিক) আবীর সিদ্দিকী শুভ্র এবং অতিঃ পুলিশ সুপার সি সার্কেল মোঃ সালাউদ্দিন। সভায় আলোচনা করেন বিএনপি নেতা অসিত কুমার সাহা, আঃ মান্নান খান, শেখ মোজাফ্ফার হোসেন, আলামিন সানা, আইয়ুব আলী কাজী, মানস কুমার গোলদার, জামায়াত নেতা মাওলানা আকতারুজ্জামান, জি এম অহিদুজ্জামান, শেখ জহিরুল ইসলাম, এনসিপি নেতা জি এম নজরুল ইসলাম, সাংবাদিক গাজী আবুল বাশার, শিক্ষক বিভূতি ভুষণ সরকার, গোলাম রব্বানী, ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল হোসেন শেখ, ধর্মীয় নেতা হাফেজ শাহ আলম মীর ও মিঠুন বিশ্বাস। 
এর আগে বটিয়াঘাটা থানায় বিভিন্ন শ্রেণি পেশা তথা আপামর জনগনের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান। সুধী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথি ছিলেন এএসপি সালাহউদ্দিন আহমেদ ও আবির হোসেন। সভায় সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনিমেশ দাস, বীর মুক্তিযোদ্ধা বিনয় সরকার, অধ্যাপক সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাংবাদিক তরিকুল ইসলাম, সোহরাব হোসেন মুন্সী ও রাসেল, এনসিপির মুখ্য সংগঠক ওমর হামজা, এনসিপির প্রধান সমন্বয়ক প্রশান্ত বিশ্বাস, বিএনপি নেতা আসাবুর রহমান হাওলাদার, বিএনপি’র নেতা আব্দুস ছালাম, যুবদল নেতা আজমল হোসেন লিটন, প্রমুখ। সভায় মাদক, ক্যাসিনো ব্যবসা, ভূমিদস্যু, বহিরাগতদের বটিয়াঘাটায় প্রবেশের প্রথম পথ শোলমারী ব্রিজ রেল লাইনের মুখে চেক পোস্ট করার দাবিসহ অনন্য বিষয়ে আলোচনা, টহল জোরদারের জন্য বটিয়াঘাটা থানায় আরো দু’টি গাড়ির ব্যবস্থা করাসহ আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় করা হয়।

্রিন্ট

আরও সংবদ