খুলনা | রবিবার | ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৬:০৬ পি.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটে মাছের ঘের থেকে মিলন শেখ (৩৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পারনওয়াপাড়া গ্রামের নিজের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার হওয়া মিলন শেখ বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের মৃত ছায়েদ আলী শেখ।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টর দিকে বাড়ি থেকে প্রতিদিনের মত পারনওয়াপাড়া এলাকায় নিজের মাছের ঘের পাহারা দেওয়ার জন্য যায়। সকাল ১০টার পরেও বাড়ীতে না ফেরায় লোকজন খোজাখুজি শুরু করেন। এক পর্যায়ে নিজ মাছের ঘেরের পানিতে তার মরদেহ পাওয়া যায়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেই সাথে তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

্রিন্ট

আরও সংবদ