খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

নড়াইলে মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নড়াইল-০২ আসনের মনোনয়নপ্রাপ্ত ও পরবর্তীতে প্রত্যাহারকৃত জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবিতে মানববন্ধন ও পথসভা করছে দলীয় নেতাকর্মীদের একাংশ। রোববার বিকালে নড়াইল শহর সংলগ্ন মালিবাগ মোড় নামক স্থানে নড়াইল ঢাকা মহাসড়কের পাশে এই মানববন্ধন এবং সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দলীয় অনেক নেতাকর্মী কাফনের কাপড় পরে অংশগ্রহণ করেন। এছাড়া রাস্তার পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে নেতাকর্মীরা। জেলা বিএনপি’র সহ সভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে কর্মসূচিতে নড়াইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন, সাধারন স¤পাদক খন্দকার ফসিয়ার রহমানসহ প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উলে­খ্য এ মাসের ৪ তারিখে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামকে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রদান করা হয়। পরে এ মাসের ২৪ তারিখ সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম প্রত্যাহার করে বিএনপি জোটের শরিক এনপিপি চেয়ারম্যান বিএনপিতে যোগদানকৃত ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করে। এই ঘটনার প্রতিবাদে এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট দলের জন্য নিবেদিত প্রাণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন পুর্নবহালের দাবি জানান এবং মনিরুল ইসলামকে এই আসনে মনোনয়ন দিলে জনপ্রিয় মনিরুল ইসলাম এই আসনটি উপহার দিবেন এই প্রত্যয় ব্যক্ত করেন। 

্রিন্ট

আরও সংবদ