খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

পিরোজপুরের কাউখালীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ২৮ ডিসেম্বর ২০২৫


পিরোজপুরের কাউখালীতে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার সঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। শীতের দাপটে সবচে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। পাশাপাশি শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।
রোববার দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের তীব্রতা আরো বেড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। এতে রাস্তাঘাট, বাজার ও দোকানে লোকজনের উপস্থিতি কমে গেছে। সরকারি ও বেসরকারি অফিসে কর্মচারীরা এলেও কাজকর্মে দেখা গেছে স্থবিরতা।
ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা এম.ভি রাজদূত প্রাইম লঞ্চ ঘনকুয়াশার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘন্টা দেরিতে দুপুর আড়াই টায় কাউখালীতে পৌঁছানোর কারণে হুলারহাট ও ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাত্রা বাতিল করে। ফলে ওই দুই ঘাটের লঞ্চ যাত্রীদের কাউখালী স্টেশন এ নামিয়ে দেয়ায় যাত্রীরা তাদের সাথে মালামাল নিয়ে তীব্র শীতের কারণে চরম দুর্ভোগের শিকার হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ