খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

বৃহত্তর আমরা খুলনাবাসীর সাথে কেএমপি কমিশনারের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:১৭ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


খুলনা মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সাথে রোববার বিকেল ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
এ সময়ে নেতৃবৃন্দ মহানগীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে বলেন, গত ৫ আগস্টের পর খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির তো উন্নয়ন হয়নি উপরন্তু দিন-দিন পরিস্থিতির যেন আরো অবনতি হচ্ছে; সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নেই। কিশোর গ্যাং মারাত্মক হয়ে উঠছে। খুলনার ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে, পাল­া দিয়ে যেন বাড়ছে চুরি ডাকাতি ছিনতাই খুন খারাবি, প্রায় প্রতিদিনই শহরে ও আশেপাশে গোলাগুলি, চাঁদাবাজি, জমি দখল, লুটপাট, অস্ত্রের মহড়া এসব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
সভা শেষে আমরা খুলনাবাসীর পক্ষ হতে স্বারকলিপি প্রদান করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মোঃ নাসির উদ্দিন, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ সামসুজ্জোহা, সাধারণ সম্পাদক এস ম মাহাবুবুর রহমান খোকন, সাগাঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, তালুকদার মোঃ হেলালুজ্জামান, সৈয়দ বদুউজ্জামান বদু, মোঃ মামুন অর রশিদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ