খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

কুয়েটে বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস শীর্ষক প্রশিক্ষণ

খবর বিজ্ঞপ্তি |
১২:১৯ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-কুয়েট কর্মরত নিরাপত্তা গার্ডদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেসিক ট্রেনিং ফর সিকিউরিটি গার্ডস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে কারিগরি ও তাত্তি¡ক সেশন পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এএনএম মিজানুর রহমান এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান। রিসোর্স পার্সনগণ নিরাপত্তা গার্ডদের নৈতিক দায়িত্ব, শৃঙ্খলা, এবং জরুরি অবস্থায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার আশীষ কুমার ভৌমিক। প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের কর্মরত সকল নিরাপত্তা গার্ডবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন যে, এ ধরনের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী ও সুসংহত হবে।

্রিন্ট

আরও সংবদ