খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

খালেদা জিয়া ও তারেক রহমান মনোনয়নপত্র জমা দেবেন আজ

খবর প্রতিবেদন |
০১:০২ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সোমবার মনোনয়ন জমা দেওয়া হবে। রোববার বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বেলা ১১টায় ঢাকার সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ মনোনয়ন জমা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এতে নেতৃত্ব দেবেন বিএনপি’র প্রধান নির্বাচন সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম এবং অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার।
একই দিন দুপুর ১২টায় বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।
এছাড়া ফেনী-১ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। এ কার্যক্রমে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহŸায়ক রফিকুল ইসলাম মজনু।
এর আগে, রোববার দিনাজপুর-৩ সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে লড়াই করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকালে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে বেলা ১১টা ১০ মিনিটে তিনি মনোনয়নপত্র গ্রহণ করেন বলে বিএনপি’র মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
গুলশান-বনানী, বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এই আসনে বিএনপি’র জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল।  ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন নেওয়ায় বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে ভোলা সদর আসন ছেড়ে দেবে বিএনপি।
শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এর মধ্যে বিএনপি’র জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন। ইতোমধ্যে সেখান থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

্রিন্ট

আরও সংবদ