খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

বটিয়াঘাটায় বিএনপি’র কর্মী সম্মেলনে মন্টু

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৪৪ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন গত দেড় যুগে সারাদেশের ন্যায় খুলনার মানুষও ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার দেশবাসী সেই সুযোগ পেয়েছি। কিন্তু সামনে অগ্নিপরীক্ষা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ’২৪ এর গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও সাবভৌমত্বের প্রশ্নে বিএনপি অপোষহীন। তাই জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলেই জনগনের প্রত্যাশা পূরণ হবে। দলীয় মনোনয়নের বাইরে বিএনপি’র কোনো প্রার্থী নেই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়; সবার আগে বাংলাদেশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল রোববার বিকেলে খুলনা-১ আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা শীর্ষক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন খুলনার সবগুলো সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন-এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। ইতিমধ্যে দেশ বিরোধী ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। সর্বস্তরের নেতাকর্মী-সমার্থককে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করতে উদাত্ত আহŸান জানান তিনি।
সমম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মোঃ তৈয়েবুর রহমান। জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদের সভাপতিত্বে ও মোঃ এজাজুর রহমান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিক, ওয়াহেদুজ্জামান, কারিমুল ইসলাম, শেখ মোঃ মাসুদুজ্জামান, আবু বকর সিদ্দিক নিরু, ব্রজেন ঢালী, বাহাদুর মুন্সী, আবুল হোসেন তালুকদার, রেহেনা আফরোজ সুইটি, কনিজ ফাতেমা, বাপ্পী খান, রুহুল মোমেন লিটন, রাশেদ কামাল, জসিম উদ্দিন, ওলিয়ার রহমান, মোল্লা ইমরান আহম্মেদ, আসাফুর রহমান, হাফিজুর রহমান, মোঃ আরাফাত হোসেন, কামাল মহলদার, জাহাঙ্গীর হাওরাদার ও মোল্লা আসাদুজ্জামান প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ