খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৪ পৌষ ১৪৩২

নগরীর বিভিন্ন এলাকায় সুধী সমাবেশে মঞ্জু

কল্যাণমুখী রাষ্ট্রে নেতৃত্ব দেবেন তারেক রহমান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


গণতন্ত্রে উত্তরণ এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারকে সর্বাত্মক সহযোগিতার পরামর্শ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিগত সরকার প্রশাসনকে দলীয়করণ করে অস্থিতিশীলতা সৃষ্টি করেছিল। আমাদেরকে সেখান থেকে বেরিয়ে এসে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বাংলাদেশের নেতৃত্ব দেবেন। গতকাল  রোববার সকালে নগরীর বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি বেলা ১১টায় খানজাহান আলী রোডের রূপসা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ড্যাপস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং এরপরে কয়লাঘাট কালিবাড়ি এলাকায় পানি উন্নয়র বোর্ড ও পরে সার্কিট হাউজ সংলগ্ন বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় করেন এবং সরকারি দফতরের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। বাদ আসর ১৭নং ওয়ার্ডের খাঁ বাড়ি এলাকায় এস এম শাহজাহান হোসেনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। 
এব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, তরিকুল্লাহ খান, ইসহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিবুল্লাহ শামীম, মহিউদ্দিন টারজান, মেহেদী হাসান সোহাগ, মিজানুজ্জামান তাজ, আলমগীর হোসেন আলম, মোহাম্মদ আলী, মাহবুব হোসেন, আব্দুর রশিদ, শামীম হাসান, শামীম খান, সাইমুন ইসলাম রাজ্জাক, খান শহিদুল ইসলাম, গোলাম নবী ডালু, আলম হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম লিটন, নুরুল ইসলাম লিটন, কাজী নজরুল ইসলাম, শামীম আশরাফ, শরিফুল ইসলাম সাগর, শামসুল আলম বাদল, মল্লিক সাইফুল ইসলাম, মোস্তফা জামান মিন্টু, সেলিম বড় মিয়া, ফিরোজ আহমেদ, ইমরান হোসেন, হাবিব খান, তরিকুল আলম, হুমায়ুন কবির, খন্দকার সোহেল, সজল আকন, ফয়সাল খান, শিউলি খান, দাউদ হোসেন লাচ্চু, নাসির উদ্দিন, সৈয়দ বেলায়েত হোসেন, শেখ শওকত হোসেন, হায়দার খান, খোকন খান, মোস্তফা জামান নোমান, মুরাদ খান, রাজু, কামাল হোসেন, সজীব হোসেন শাওন, প্রদীপ সাহা, সেজান আহমেদ ও ফারুক হোসেন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ