খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

খুলনায় ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক |
০৩:০৭ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫

 

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনার ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এবং খুলনা আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের প্রার্থী এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল, জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহাফুজুর রহমান, খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, জামায়াতের প্রার্থী মো. কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে জামায়াতের সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার, বিএনপির প্রার্থী আলী আসগর লবী, খুলনা-৬ আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ।

্রিন্ট

আরও সংবদ