খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

যশোর-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

বেনাপোল প্রতিনিধি |
০৩:১৩ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টা ১০ মিনিটে যশোর ১ শার্শা আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়েতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফজলে ওয়াহিদের কাছে ‌মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তিনি বলেন,আমরা আল্লাহ অশেষ কৃপায় আজ মনোনয়নপত্র জমা দিলাম।আমরা আশাকরি এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে।এ সময় তিনি সকলের সহোযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলা নায়েব আমির মাওলানা হাবিবুর রহমান,জামায়াতের নির্বাচন পরিচালক মাওলানা রেজাউল করিম।জেলা সহকারি সেক্রেটারী রেজাউল ইসলাম,থানা আমির মাওলানা ফারুক হাসান। বেনাপোল পৌর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী ইউছুপ আলী প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ