খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন জমা দিলেন রাশেদ, স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের ফিরোজ

ঝিনাইদহ (কালীগঞ্জ) প্রতিনিধি |
০৫:২৫ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন রাশেদ খান। রাশেদ খান বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন। সোমবার দুপুর কালীগঞ্জ উপজেলা চত্তরে প্রবেশ করেন রাশেদ খান। এরপর কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র তুলে দেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তার সাথে ছিলেন, জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সদ্য পদত্যাগ করা এটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের ধানের শীষ প্রতিকের প্রাথী আসাদুজ্জামান খান, ঝিনাইদহ-৩ আসনের বিএনপির প্রার্থী মেহেদী হাসান রনি, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আতিয়ার রহমানসহ অসংখ্য নেতাকর্মী।

এর আগে দুপুর দেড়টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন।

মনোনয়ন জমাদানের শেষ দিনে দলের দুই শীর্ষ নেতার মনোনয়ন জমা দেওয়ার খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসব উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতানে করে।  

এদিকে বিএনপি মনোনিত রাশেদ খানের মনোনয়ন জমা শেষে জেআ বিএনপির সভাপতি এমএ মজিদ বলেন, দল থেকে রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনে মনোনিত করেছে। এ আসনে কালীগঞ্জ উপজেরার ১১ ইউনিয়ন ও সদরের চার ইউনিয়নবাসিসহ বিএনপির নেতাকর্মীদের বলতে চাই, রাশেদ খান কোন ব্যক্তি নয়। তিনি বিএনপি ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনিত প্রার্থী। দেশের এ সংকটময় মুহুর্তে ব্যাক্তি নয় দলের প্রতি গুরুত্ব দিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে আগামি সংসদ নির্বাচনে তারেক রহমানের প্রতিকের প্রতি সম্মান রেখে ভোট দেবেন এ অনুরোধ রাখছি। এসময় তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামানের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই একত্রে এসে কাধে কাধ মিলিয়ে ভোট করেন। দল নিশ্চয় সবাইকে মূল্যায়ন করবে।

কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার সম্পাদক সদ্য পদত্যাগ করা এটর্নি জেনারেল আসাদুজ্জামান খান বলেন, প্রিয় কালীগঞ্জবাসি রাশেদ খানকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। রাশেদ ফ্যাসিষ্টদের বিরুদ্ধে সংগ্রামের প্রথম সারির সৈনিক। রাশেদ আপনাদের সন্তান, আপানাদের কাছে ভোট করতে এসেছেন। রাশেদ খান বেগম জিয়ার প্রতিনিধি, রাশেদ খান তারেক রহমানের প্রতিনিধি, রাশেদ খান ধানের শীষে প্রতিনিধি তাকে বিচ্ছিন্নভাবে দেখার কিছু নেই। আমরা তিনজন ধানের শীষের প্রার্থী রাশেদ খানের মনোনয়ন জমা দিতে এসেছি। আজ যারা মনোনয়ন পাননি তাদের মন খারাপ আছে, তাদের বলছি আপনাদের বিএনপিতে অবদান আছে।

এসময় বিএনপি মনোনিত প্রার্থী রাশেদ খান বলেন, আমাকে তারেক রহমান মনোনিত করে পাঠিয়েছেন। আমি ঝিনাইদহ-৪ এলাকার উন্নয়ন করতে চাই। আমি কথা দিচ্ছি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমার পাশে থাকলে এখানে কোন দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান। আমি আপনাদের জেলার সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নয়। তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে আমাকে ঝিনাইদহ-৪ আসনে পাঠিয়েছেন। আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আপনারা যারা বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবেন। তারেক রহমান যাদের মনোনিত করেছেন তাদের জয়যুক্ত করতে কাজ করবেন। আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদ বিরোধীদের সাথে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন বলে উল্লেখ করেন। তারেক রহমান ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনী জনসভায় আসবেন। সেই জনসভায় আপনারা আসবেন এবং জনসভা সফল করার আশাবাদ ব্যক্ত করছি।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে চুড়ান্তভাবে বিএনপি দলীয় মনোনয়ন দেওয়া হয়। ২৭ ডিসেম্বর শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ। এসময় বিএনপি মহাসচিব ঝিনাইদহ-৪ এ মো. রাশেদ খান দলীয় প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে ভোট করবেন বলে ঘোষনা দেন।

বিএনপি থেকে স্থানীয় কাউকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ আর হতাশা ছড়িয়ে পড়েছে। ক্ষুদ্ধ নেতাকর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন। সাইফুল ইসলাম ফিরোজ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে ঘোষনা দেন। গেল শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের নীমতলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে সাইফুল ইসলাম কাঁদতে কাঁদতে এ ঘোষনা দেন। এসময় তার পাশে বসে থাকা নেতাদেরও কাঁদতে দেখা যায়।

ঝিনাইদহ-৪ আসনটি কালীগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন ও সদরের চারটি ইউনিয়নের নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ১২০ কেন্দ্রে ৩ লাখ ৩৩ হাজার ৪৬১ হাজার ভোটার রয়েছে।এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৮ হাজার ২৫৬ ও নারী ১ লাখ ৬৫ হাজার ২০০ জন। এছাড়া পাঁচজন হিজরা ভোটার রয়েছে।

্রিন্ট

আরও সংবদ