খুলনা | সোমবার | ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

সাতক্ষীরার ৪টি আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৬:১৮ পি.এম | ২৯ ডিসেম্বর ২০২৫


আগামী ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থীরা। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের নেতৃত্বে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে প্রার্থীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির নেতারা।

মনোনয়নপত্র জামাদানকারি জাতীয় পার্টির প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে সাবেক এমপি মো. আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে অ্যাডভোকেট মো. আলিফ হোসেন এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে অ্যাডভোকেট মো. আব্দুর রশিদ।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, জাপা নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়োর জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ছাত্র সমাজের সভাপতি ও সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, জাতীয় তরুণ পার্টির সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি সাকিব জামান দীপ্ত প্রমুখ।

মনোনয়নপত্র জমা শেষে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন বলেন, নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয় তাহলে সাতক্ষীরার চারটি আসনেই জাতীয় পার্টি জয়লাভ করবে। জাতীয় পার্টি সব সময় গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে। ভোটাররা যেন নির্বিঘেœ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটিই আমাদের প্রত্যাশা।

জেলা জাতীয় পার্টির সভাপতি আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং সেই ভোটেই জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ীী হবেন।

্রিন্ট

আরও সংবদ