খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২

কালিগঞ্জে তিন দিনব্যাপী ক্রিকেট সিরিজের উদ্বোধন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ক্রিকেট সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে সোমবার সকাল ১০টায় উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ও খুলনা অগ্রগামী ক্রিকেট দল।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সিরিজের উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ফজলুল হক, উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক সাইফুল ইসলামসহ এলাকার বিশিষ্ট সুধীজন, ক্রীড়া ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক। আয়োজকরা জানান, এই ক্রিকেট সিরিজের মাধ্যমে এলাকার তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের পাশাপাশি ক্রীড়াঙ্গণে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে। উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি।

্রিন্ট

আরও সংবদ