খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২

বাগেরহাটে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:২৬ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বাগেরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন গত রোববার বিকেল ৩টায় বেসরগাতি রকেট স্পোর্টিং ক্লাব মাঠে ২৪ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। রাত সাড়ে ১১টায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি।  এ  টুর্নামেন্ট ৬টি জেলার ৪৮ জন খেলোয়াড় অংশ নেয়। 
জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জেলা ক্রীড়া অফিস ইতোমধ্যে ৬টি প্রতিযোগিতার আয়োজন করেছে। আজকের (সোমবার) এটাসহ মোট ৭টি প্রতিযোগিতা বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে। এসব প্রতিযোগিতার মূল উদ্দেশ্য তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে ব্যয় করবে। তিনি বলেন তরুণরা সমাজের আগামী দিনের কান্ডারি। ফলে তাদের দেশমাতৃকার উন্নয়নে তাদের মেধা ও শক্তি ব্যয়ের উপযুক্ত পরিবেশ আমাদেরই সৃষ্টি করে দিতে হবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সাবিত ও জিসান। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাবিত।
 

্রিন্ট

আরও সংবদ