খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

উৎসবমুখর পরিবেশে খুলনার ছয়টি আসনে ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই আজ

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিষ্ট মুক্ত ও উৎসবমুখর পরিবেশে খুলনার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ প্রার্থী। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনার ছয়টি আসনে সর্বমোট ৪৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এতে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন। এরমধ্যে খুলনা-১ আসনে ১৩ জন, খুলনা-২ আসনে ৪ জন, খুলনা-৩ আসনে ১২ জন, খুলনা-৪ আসনে ৫ জন, খুলনা-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
এদিকে, ছয়টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিল ৫৪ জন প্রার্থী। ৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেননি।
খুলনা-১ আসন : খুলনা-১ আসনে সর্বাধিক ১৩টি মনোনয়ন ফরম জমা পড়েছে। রিটার্নিং অফিসার কার্যালয়ে (জেলা প্রশাসক কার্যালয়) জমা দিয়েছেন বিএনপি আমীর এজাজ খান, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্টের মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, স্বতন্ত্র গোবিন্দ হালদার, বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ ফেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, গণ অধিকার পরিষদের জিএম রোজনুজ্জামান, বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মন্ডল। 
একই আসনে দাকোপ ইউএনও অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আবু সাঈদ। 
একই আসনে বটিয়াঘাটা ইউএনও অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেএসডি প্রসেনজিৎ দত্ত, স্বতন্ত্র অচিন্ত কুমার মন্ডল। 
খুলনা-২ আসন : রিটার্নিং অফিসার কার্যালয়ে (জেলা প্রশাসক কার্যালয়) চারটি মনোনয়ন ফরম জমা পড়েছে। প্রার্থীরা হলেন বিএনপি’র নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের মোঃ শহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমানুল্যাহ।
খুলনা-৩ আসন : আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে খুলনা-৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১২টি মনোনয়ন ফরম জমা পড়েছে। এরমধ্যে বিএনপি’র রকিবুল ইসলাম বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান, বাসদের জনার্দন দত্ত, এনডিএম’র শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, স্বতন্ত্র এস এম আরিফুর রহমান মিঠু, মোঃ মুরাদ খান লিটন, মঈন মোহাম্মদ মায়াজ, মোঃ আবুল হাসনাত সিদ্দিক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
খুলনা-৪ আসন : রিটার্নিং অফিসার কার্যালয়ে (জেলা প্রশাসক কার্যালয়) ৫টি মনোনয়ন ফরম জমা হয়েছে। প্রার্থীরা হলেন বিএনপি’র আজিজুল বারী হেলাল, খেলাফত মজলিসের এস এম সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ সেখ, স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ কবিরুল ইসলাম।
খুলনা-৫ আসন : রিটার্নিং অফিসার কার্যালয়ে (জেলা প্রশাসক কার্যালয়) মোট ৬টি মনোনয়ন ফরম জমা পড়ে। প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি’র মোহাম্মদ আলী আসগার লবি, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার, জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ আব্দুল কাইউম জমাদ্দার।
খুলনা-৬ আসন : রিটার্নিং অফিসার কার্যালয়ে (জেলা প্রশাসক কার্যালয়) ছয়টি মনোনয়ন ফরম জমা পড়েছে। প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি’র এস এম মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মোঃ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আছাদুল বিশ্বাস।
খুলনার রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার জানান, যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আজ (৩০ ডিসেম্বর) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই সম্পন্ন হবে।
পাইকগাছা : খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ প্রার্থী। সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, জামায়াত মনোনীত কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী আসাদুল বিশ্বাস রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসকের নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। অপরদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাপার সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামী আন্দোলনের আসাদুল্ল¬াহ আল গালিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পাইকগাছা উপজেলা সভাপতি এড. প্রশান্ত কুমার মন্ডল সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নিকট তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

্রিন্ট

আরও সংবদ