খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

সাতক্ষীরার চারটি আসনে ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৫৯ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন  সোমবার পর্যন্ত জেলা রিটারনিং কর্মকর্তা ও স্ব স্ব উপজেলা সহকারী রিটার্নিং  কর্মকর্তার কাছে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন। 
এর মধ্যে সাতক্ষীরা-১ আসনে ৬ জন, সাতক্ষীরা-২ আসনে ৮জন, সাতক্ষীরা-৩ আসনে ৮জন ও সাতক্ষীরা-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে নির্বাচনী এলাকা ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল¬াহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোঃ হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোঃ রেজাউল করিম ও স্বতন্ত্র এস এম মুজিবর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। 
নির্বাচনী এলাকায় ১০৬ সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর -দেবহাটা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ এর মোঃ ইদ্রিস আলী, জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলাম ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এল ডি পির শফিকুল ইসলাম শাহেদ।
নির্বাচনী এলাকায় ১০৭ সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ - আশাশুনি) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাশার, জাতীয় পার্টির মোঃ আলিপ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র এম এ আসফউদ্দৌলা খান, স্বতন্ত্র মোঃ শহিদুল আলম, স্বতন্ত্র আসলাম আল মেহেদী, বাংলাদেম মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপির রুবেল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মোঃ ওয়েজ কুরনী।
নির্বাচনী এলাকায় ১০৮ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  জি এম নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মোঃ মনিরুজ্জামান, জাতীয় পার্টির হসেইন মুহাম্মদ মায়াজ, গণঅধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এস এম মোস্তফা আল মামুন ও স্বতন্ত্র মোঃ আব্দুল ওয়াহেদ। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা  মিজ্ আফরোজা আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

্রিন্ট

আরও সংবদ