খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

নড়াইলের দু’টি আসনে ২৪ জনের মনোনয়নপত্র জমা

নড়াইল প্রতিনিধি |
০২:১০ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দু’টি আসনে মোট ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্য (জাতীয় সংসদ-৯৩) নড়াইল -০১ আসনে ১৫ জন এবং (জাতীয় সংসদ-৯৪) নড়াইল-০২ আসনে ৯ জন মনোনয়ন পত্র জমা দেন। এই দু’টি আসন থেকে মোট ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সকলেই উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল-০১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী জেলা সেক্রেটারি-মোঃ ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলন বাংলাদেশ-আব্দুল আজিজ,  জাতীয় পার্টির মোঃ মিল্টন মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস মোঃ আব্দুর রহমান, জাতীয় নাগরিক পার্টি মোঃ উজ্জ্বল মোল্লা, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে লেঃ কর্নেল (অবঃ) এম এম সাজ্জাদ মোল্লা, বি এম নাগিব হোসেন,  আসজাদুর রহমান, মোঃ সাকিব হাসান, মাহফুজা বেগম, সুকেশ সাহা আনন্দ, গাজী খালিদ আশরাফ সাদী, গাজী মাহবুয়াউর রহমানসহ মোট ১৫ জন মনোনয়ন জমা দিয়েছেন।
নড়াইল-০২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলাম প্রার্থী জেলা আমীর মোঃ আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ তাজুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, গণঅধিকার পরিষদের মোঃ নুর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস আঃ হান্নান সরদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ শোয়েব আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, স্বতন্ত্র মোছাঃ ফরিদা ইয়াসমিন ডোরা সহ মোট ৯ জন জমা দিয়েছেন। এ সময় জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা নির্বাচন অফিসারসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।   

্রিন্ট

আরও সংবদ