খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

খুলনার বিভিন্ন উপজেলায় মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক |
০২:১১ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে গতকাল সোমবার ধানের শীষের প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা কার্যনির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। আমাদের উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের পাঠানো খবর। 
রূপসা : সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে গতকাল সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার, রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার কাছে বিএনপি’র ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন পত্র জমাদানের প্রতিনিধিরা হলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র। এরপর বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, রহমান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা তাঁতিদলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম তালুকদার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান আরিফ, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম,রূপসা উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক রয়েল আজম, হূমায়ূন কবীর, রবিউল ইসলাম রবি, ইউনিয়ন সার্চ কমিটির সদস্য এসএম আঃ মালেক, শেখ মোঃ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা শফিকুল ইসলাম, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক বনি আমিন সোহাগ, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মাসুদ খান, মোঃ রয়েল, জি এম রাজীব, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোশাররফ শিকদার, আসাদুজ্জামান বিপ্লব, যুব মহিলাদল নেত্রী শারমিন আক্তার আঁখি, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, ফিরোজ মাহমুদ, মুন্না সরদার, খান আলিম হাসান, সাজ্জাত হোসেন, আরিফ মোল্লা, জাহিদুল ইসলাম রবি, ফ ম মনিরুল ইসলাম, সৈয়দ মাহমুদ আলী,বাবুল শেখ, সাইফুল ইসলাম পাইক, আবুল কাশেম কালা, মহিতোষ ভট্টাচার্য, এইচ এম কালাম, শামীম হাসান,জহিরুল হক শারাদ, নজরুল ইসলাম, শাহজামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, নিজামউদ্দিন টিটো, এস এম আবু সাঈদ, নুরুল আমিন পাপ্পু, ওলিয়ার রহমান, নাঈম আহম্মেদ, মোকাররম হোসেন, রাজু দাস, আসাদ পাইক, আকতার শেখ, বিউটি পারভিন, ইসরাইল বাবু, আজিবুল্লাহ শেখ, মনিশংকর, রাকিবুজ্জামান, বেল¬াল শেখ, রনি লস্কর, শাহরুখ হাসান, কামরুজ্জামান তপন, প্রাণ গোপাল বিশ্বাস, নির্মল চন্দ্র সরদার, জাহিদ হোসেন, আবু দাউদ দানিশ, জিএম হিরোক, গৌরাঙ্গ বিশ্বাস, গোবিন্দ মন্ডল, আবুল কাশেম, সফর, ইমরান শেখ, গোলাম রসূল, ইব্রাহিম, লাভলু শেখ, নয়ন, সুজন শেখ, জগন্নাথ দাস, শরিফা ইয়াসমিন, খালেদা আক্তার প্রমুখ।
তেরখাদা : তেরখাদায় বিএনপি উপজেলা শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জুলাই যুদ্ধে নিহত-আহত এবং শহীদ ওসমান হাদিসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশবাসীর সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার তেরখাদা উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত দোয়ায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাউসার আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্লা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমাউন কবির, আজিজুর রহমান গাউস, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, কালাম লস্কর, আবুল হোসেন বাবু মোল্লা, এস কে নাসির আহমেদ, এড. শহিদুল ইসলাম, শেখ ইউসুফ আলী, সাইফুল ইসলাম মোড়ল, ইমদাদুল ইসলাম, আবুল বাশার, মোবাশ্বের আলম, জাহিদুল ইসলাম ও জামাল বিশ্বাস। এছাড়া যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন চৌধুরী আমিনুল ইসলাম ও গোলাম মোস্তফা ভুট্টো। স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ মুন্সি ও শামীম আহমেদ রমিজ, কৃষক দল নেতা রাজু চৌধুরী ও মোঃ সাবু মোল্লা, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, লতিফ মোল্লা, মুন্না পারভেজ ও ঈশান মোল্লা অনুষ্ঠানে অংশ নেন।
মহিলা দলের নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন কোহিনুর বেগম, ফাতেমা বেগম, বিথি বেগম ও রূপালী বেগম। এছাড়া সাবেক ছাত্রদল নেতা আসাবুর চৌধুরী, আমিনুল ইসলাম, রাজু শেখ, মহিদুল ইসলাম, মেহেদী চৌধুরী, রাজু চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন কারি মোজাম্মেল মুন্সী।
দোয়া শেষে খুলনা-৪ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে দলীয় নেতাকর্মীরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি সারোয়ার রাব্বীর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাউসার আলীর নেতৃত্বে পাঁচজন সিনিয়র নেতা আজিজুল বারী হেলালের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

্রিন্ট

আরও সংবদ