খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

ঝিনাইদহ-৪ আসনের নির্বাচন

রাশেদ খাঁনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী স্বেচ্ছাসেবক দলের ফিরোজ

ঝিনাইদহ প্রতিনিধি |
০২:১৩ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণঅধিকার পরিষদ সাধারণ সম্পাদক পদ ছেড়ে সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন। এই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
সোমবার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রাশেদ খাঁন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ, সদ্য পদত্যাগ করা এ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আসাদুজ্জামান, ঝিনাইদহ-৩ আসনের বিএনপি’র প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, কালীগঞ্জ পৌর বিএনপি’র আহŸায়ক আলহাজ্ব আতিয়ার রহমানসহ নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাশেদ খাঁনের সাথে কালীগঞ্জ উপজেলা বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দকে দেখা যায়নি। তিনি ঝিনাইদহ জেলা শহর থেকে এসে মনোনয়নপত্র জমাদানের আনুষ্ঠানিকতা শেষে আবার ঝিনাইদহ শহরে ফিরে গেছেন। 
মনোনয়ন জমাদান শেষে এম এ মজিদ বলেন ‘রাশেদ খাঁন কোনো একক ব্যক্তি নন, তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থী। এই সংকটময় সময়ে ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে সব ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহŸান জানান তিনি। একই সঙ্গে মনোনয়ন প্রত্যাশী নেতাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহŸান জানান।’
তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘আমি তারেক রহমানের প্রতিনিধি। আমি বিশ্বাস করি, ধানের শীষের ভোটার ও কালীগঞ্জের আপামর জনসাধারণ ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিবেন। আমি ঝিনাইদহ-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও যোগাযোগ খাতে সমান গুরুত্ব দেওয়া হবে। কোনো দলাদলি থাকবে না। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বলিয়ান হয়ে আমি কালীগঞ্জ তথা ঝিনাইদহ জনপদের উন্নয়নের জন্য কাজ করতে চাই।’
এদিকে স্থানীয় কাউকে মনোনয়ন না দেওয়ায় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষুব্ধ নেতা-কর্মীরা কাফনের কাপড় পরে বিক্ষোভ করেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সোমবার বেলা দেড়টার দিকে ঝিনাইদহ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাইফুল ইসলাম ফিরোজ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বিএনপি’র রাজনীতি করেছি। এ আসনে বিএনপি’র তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। যাকে বিএনপি’র মনোনয়ন দেওয়া হয়েছে তিনি বিএনপি’র কেউ নন। আমি কালীগঞ্জবাসীর ওপর আস্থাশীল। তারা আমাকে চেয়েছে।’

্রিন্ট

আরও সংবদ