খুলনা | মঙ্গলবার | ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫ পৌষ ১৪৩২

হাজী কল্যাণে দোয়া ও জুয়েলারী এসোসিয়েশনে মতবিনিময়

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান মঞ্জুর

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারাজীবন ধরে লড়াই করেছি এবং বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।
মনোনয়নপত্র জমা দেয়ার আগে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছাত্র-জনতার গণআন্দোলনে বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে তিনি টুটপাড়া কবরস্থানে গিয়ে তার আব্বা-আম্মার জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিদুল ইসলাম।  
পরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র দাখিল জমা দেন তিনি। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা, নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, কাজী মোঃ রাশেদ, এড. আকরাম হোসেন, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমান সবুজ, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, কামরান হাসান, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, এড. জিল্লুর রহমান, আকরাম হোসেন খোকন, মহিবুল্লাহ শামীম, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, এড. আসাদুজ্জামান আসাদ, আব্দুল জব্বার, বাচ্চু মীর, এড. কামাল হোসেন, আব্দুল মতিন, জাহিদ কামাল টিটো, শরিফুল ইসলাম বাবু, নাসির খান, আসলাম হোসেন, আনিসুর রহমান আরজু, মেহেদী হাসান সোহাগ, মেশকাত আলী, এড. ওমর ফারুক, মাহবুব হোসেন, খায়রুল ইসলাম লাল, ওমর ফারুক, রিয়াজুর রহমান, শামীম খান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, নূরুল ইসলাম লিটন, মাজেদা খাতুন, সুলতান মাহমুদ সুমন, শামীম আশরাফ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, সাখাওয়াত হোসেন, মাওলানা আব্দুল গফ্ফার ও মাহমুদ হাসান মুন্না প্রমুখ।
এদিকে, গতকাল সন্ধ্যায় সাউথ সেন্ট্রাল রোডে হাজী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ফাউন্ডেশনের সদস্য মরহুম ডাঃ সাঈদ এর রুহের মাগফিরাত কামনার দোয়া এবং সন্ধ্যায় হোটেল এ্যাম্বাসেডরে বাংলাদেশ জুয়েলারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পিনুর সভাপতিত্বে বড় বাজার স্বর্ণ বাজার মালিক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম মঞ্জু। 
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকির হোসেন। জুয়েলারী এসোসিয়েশনের শংকর কর্মকার, শিবনাথ ভক্ত, পরিতোষ চন্দ্র রায়, বাসুদেব কর্মকার, শেখ শওকত আলী, আজিজুর রহমান ও আক্তার দেওয়ান উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, একরামুল হক হেলাল, সৈয়দ বোরহান, নিয়াজ আহমেদ তুহিন,  মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, কামাল উদ্দিন, মোহাম্মদ আলী, গোপী কৃষ্ণ মুড়লা, সোহাগ দেওয়ান, শ্যামপ্রসাদ ভক্ত ও শিবনাথ ভক্ত প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ