খুলনা | বুধবার | ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২

সাংবাদিক পরিতোষ রায়ের মৃত্যুতে বটিয়াঘাটায় শোকের ছায়া

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৩০ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


বটিয়াঘাটা উপজেলার সিনিয়র সাংবাদিক পরিতোষ রায় আর নেই। তিনি গত সোমবার রাত সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে স্থানীয় সাংবাদিকসমাজ, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিতোষ রায় দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী সাংবাদিক। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। ভাই-বোনদের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে পরিতোষ রায় ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও পেশাদার একজন সাংবাদিক। তিনি দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থে নিরলস কাজ এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে তিনি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন।
তার মৃত্যুতে বটিয়াঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে শোক, তার আত্মার সদগতি ও মঙ্গল কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। মরহুম পরিতোষ রায়ের শেষকৃত্য হাটবাড়ী মাঠ সংলগ্ন শ্মশানে সম্পন্ন করা হয়।

্রিন্ট

আরও সংবদ