খুলনা | বুধবার | ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২

দাকোপে শিক্ষক ও অভিভাবকদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক কর্মশালা

দাকোপ প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ৩০ ডিসেম্বর ২০২৫


দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মিল্ক কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক-অভিভাবকদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
উপজেলার পানখালীর ইউনিয়নের কামরাবাদ পশ্চিম মৌখালি কে এফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে বিশেষ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার। অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মৌসুমি আক্তার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার শামীম আরা হক প্রমুখ। স্কুলের ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্য মিলে ২৫ জন উপস্থিত কর্মশালায় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ে ব্যাপক আলোচনা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মেধাবী ও বলিষ্ঠ জাতি গঠনে দুধ ও ডিমের গুরুত্ব তুলে ধরেন।
 

্রিন্ট

আরও সংবদ