খুলনা | বুধবার | ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে সর্বস্তরের মানুষের দোয়া, রুহের মাগফিরাত কামনা

নিজস্ব প্রতিবেদক |
০১:৪২ এ.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম’র সহধর্মিণী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)। মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পৌঁছানোর সাথে সাথে দলটির নেতাকর্মী-সমর্থকরা দলীয় কার্যালয়ে ভীড় করেন। সেখানে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারণ ও কোরআন তেলাওয়াত এবং দোয়া অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অদ্বিতীয় অবদান রাখায় রাষ্ট্র অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক দলীয় নেতাকর্মীর গন্ডি ছাড়িয়ে সর্বস্তরের মানুষের হৃদয় স্পর্শ করেছে। অন্তরের অন্তঃস্থল থেকে মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর জন্য দোয়া-প্রার্থনা করেছেন সকলেই।
খুলনা বিশ্ববিদ্যালয় : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। শোক বার্তায় উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর আপোষহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো। উপাচার্য মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান পৃথক এক শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক সাহসী ও সংগ্রামী নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী তাঁর শোকবার্তায় বলেন, রাষ্ট্র পরিচালনায় বেগম খালেদা জিয়ার দৃঢ়তা, দূরদর্শিতা এবং গণতন্ত্রের বিকাশে আপোষহীন নেতৃত্ব দেশের ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। আরও শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কুয়েট : অনুরুপভাবে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের-কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। ভাইস-চ্যান্সেলর মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এনটিএ : অনুরূপভাবে খালেদা জিয়ার মৃত্যুতে অত্যন্ত ব্যথিত, মর্মাহত ও গভীর শোক প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিষ্ট টিচার্স এসোসিয়েশন-এনটিএ। এনটিএ’র সভাপতি প্রফেসর শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড মোঃ নাজমুস সাদাত স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পক্ষে, এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তাঁর আপসহীন অবস্থান ভুলবার নয়।
কুয়েট প্রশাসন : গভীর শোক প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
কেকেবিএইউ : অনুরূপভাবে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। শোক বার্তায় তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, সংসদীয় রাজনীতি সুসংহতকরণ এবং দেশের উন্নয়নে তাঁর অবদান উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
খুলনা বিএনপি : বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায় আজ নিভে গেছে উল্লেখ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপারসন, আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক বার্তায় এসব কথা বলেছেন।  মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, দেশবাসী ও বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃনদ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনে ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
বিএনপি’র কর্মসূচি : খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর ও জেলা বিএনপি’র উদ্যোগে শোক কর্মসূচি পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে বিএনপি’র নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। একই সঙ্গে সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়গুলোতে কোরআনখানি অনুষ্ঠিত হয়। দুপুরে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। এছাড়া দলের পক্ষ থেকে মহানগর কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী ৭ দিন একইভাবে কোরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। এ সময়ে মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি : বিএনপি চেয়ারপারসন ‘মাদার অফ ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সাত দিনের কর্মসূচি পালিত হচ্ছে খুলনা জেলাতেও। জেলা বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের কালো ব্যাজ ধারণ করবেন এবং দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়। জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় খুলনা জেলার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় সাত দিনের শোক কর্মসূচি পালনকালে দোয়া ও কোরআন খতম হবে। একই সাথে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের আহŸান জানানো হয়েছে। একই সাথে খুলনা মহানগর বিএনপি’র সাথে সমন্বয় করে নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়েছে। এসব কর্মসূচিতে সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের আহŸান জানিয়েছেন। জেলা বিএনপি নেতৃবৃন্দ আরও বলেছেন, চরম সংকট ও শোকের এই মুহূর্তে জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃছায়া থেকে বঞ্চিত হলো। গভীর শোকাভিভ‚ত দল-মত নির্বিশেষে সবাইকে দোয়া ও প্রার্থনার আহŸান জানান।।
নগর বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ : গৃহবধূ থেকে রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ৮০ দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে মাধ্যমে রাজপথে নেমেছিলেন তিনি। তাঁর আপোষহীন নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটানোর মধ্যদিয়ে গণতন্ত্র ফিরে এসেছিল দেশে। 
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দোয়া উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, হাসান মেহেদী রিজভী, আকরাম হোসেন খোকন, শমসের আলী মিন্টু, মেজবাহ উদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, বাচ্চু মীর, আনিসুর রহমান আরজু, আব্দুল মতিন, হুমায়ুন কবির বাবলু, ওমর ফারুক, খায়রুল ইসলাম লাল, জাহিদ কামাল টিটো, মেহেদী হাসান সোহাগ, মেশকাত আলী, আসলাম হোসেন, নাসির খান, রিয়াজুর রহমান, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম,সাইমুন ইসলাম রাজ্জাক, নূরুল ইসলাম লিটন, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, মোহাম্মদ আলী ও মাওলানা আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবর রহমান।
খুলনা প্রেসক্লাব : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু  ও আশরাফুল ইসলাম নূর। নেতৃবৃন্দ শোক বিবৃতিতে তাঁর আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করেন।  
এমইউজে খুলনা ও বিএফইউজে : তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এমইউজে খুলনা ও বিএফইউজে’র নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন এমইউজে খুলনার সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মোঃ রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মোঃ এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মোঃ জাকির হোসেন ও আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচএম আলাউদ্দিন।
খুলনা অঞ্চল জামায়াত : বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে করেছেন খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও হাফেজ রবিউল বাশার, মহানগর আমীর মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন জামায়াতের যুববিভাগের সভাপতি মুকাররম আনসারী ও সেক্রেটারি হামিদুল ইসলাম খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডাঃ সাইফুজ্জামান, মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান। 
বিএমএ : সাবেক সফল প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), খুলনা শাখা। এছাড়া তাঁর শোক সন্তপ্ত পরিবার, স্বজন ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জনানো হয়। বিবৃতিদাতারা হলেন বিএমএ খুলনার সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও দেশের সার্বিক উন্নয়নে তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
ড্যাব : অনুরূপ বিবৃতি দিয়েছেন ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব খুলনা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ড্যাব খুলনা জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ রফিকুল হক বাবলু ও মহানগর শাখার সভাপতি ডাঃ মোঃ মোস্তফা কামাল সহ খুলনা ড্যাবের নেতৃবৃন্দ। 
বিপিএমপিএ : অনুরুপভাবে আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিপিএমপিএ খুলনা শাখার সভাপতি ডাঃ গাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা কামাল, ডাঃ আর. কে. নাথ, ডাঃ মোঃ বোরহান উদ্দিন আহমেদ, ডাঃ এম আর খান ও ডাঃ গৌতম রায়, অধ্যাপক ডাঃ বঙ্গ কমল বসু, ডাঃ এম এ হান্নান, ডাঃ এম বি জামান, ডাঃ কাজি হাফিজুর রহমান, ডাঃ মোঃ মাহমুদ হাসান লেনিন ডাঃ কানিজ ফাহমিদা, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ নাজদান লস্কর, ডাঃ অপু লরেন্স বিশ্বাস, ডাঃ শাহীন নওরোজী, ডাঃ বিশ্বজিৎ সরকার, ডাঃ সৈয়েদা জাহানারা মাহমুদ, অধ্যাপক ডাঃ মনোজ কুমার বোস, ডাঃ আরিফা বেগম, ডাঃ মোল্লা হারুন-অর-রশীদ, ডাঃ মোঃ নুরুল হক ফকির, ডাঃ মোরশেদ আহমেদ, অধ্যাপক ডাঃ মাসুদ ইমতিয়াজ, ডাঃ প্রদীপ দেবনাথ, ডাঃ মোঃ আশফাক আহমেদ ও ডাঃ মোঃ শহীদুল ইসলাম শামীম।
খুলনা চেম্বার অব কমার্স : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গন, সকল শ্রেণির ব্যবসায়ী ও পেশাজীবীসহ সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এতদাঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি তাঁর বিদেহী রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জানিয়েছে। 
জেলা ও মহানগর জিয়া পরিষদ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন জেলা ও মহানগর জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ, সাবেক ডিন প্রফেসর ড. মোস্তাফিজার রহমান, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, মহানগর শাখার সভাপতি এড. মশিউর রহমান নান্নু, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সি শফিকুল আলম, সাংবাদিক মোঃ রুহুল আমীন, মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক আশরাফুল ইসলাম নুর, মোঃ হাফিজুর রহমান, কাজী ফেরদাউস বাবু, মোঃ মনজুর রহমান, মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মনিরুল হক, মোঃ জাকির হোসেন, মোঃ হাবিবুরর হমান, অধ্যাপক মুনিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, মোঃ মেশকাত হোসেন, অধ্যাপক মফিজুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম, অধ্যাপক খায়রুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম রবি, অধ্যাপক মোস্তফা মাহমুদ মুকুল, অধ্যাপক মঈনউদ্দিন, ওসমান গনি, এড. মারুফ আহমেদ, এড. রফিকুল ইসলাম, এড. মাহাবুবুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মোঃ আবুল বাসার, খোরশেদ আলম, জায়েদ আলম, মোঃ নাসির উদ্দিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ আসাদুজ্জামান, এড. মাসুদ, মোঃ মাহমুদুল হাসান, আলমগীর সিদ্দিকী, ডুমুরিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হালদার, ফুলতলা উপজেলা জিয়া পরিষদের সভাপতি শেখ মোঃ আবু সাঈদ কবির, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুুরুল হক খোকন প্রমুখ।
কেইউজে : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট, সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক এস এম মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দপ্তর সম্পাদক সাগর সরকার ও নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন ও উত্তম কুমার সরকার প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের যুগ্ম-মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা ও নির্বাহী সদস্য কৌশিক দে বাপী।
খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদ : খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও সকলের কাছে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন আহবায়ক মোঃ মনিরুল ইসলাম মাসুম ও সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান প্রমুখ।
খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি : অনুরুপভাবে শোক প্রকাশ করেছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান প্রমুখ।
আমরা খুলনাবাসী : খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সভাপতি মোঃ নাসির উদ্দিন, সেয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, আঃ সালাম, মোঃ জামাল মোড়ল, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, এড. কাজি আমিনুল ইসলাম মিঠু, জিএম মহিউদ্দিন, মোঃ কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, সাবেক অধ্যক্ষ মোঃ সামুছুজ্জদোহা, সাধারণ সম্পাদক মাহাবুবুর খোকন, শেখ মোহাম্মদ আলী, এম এ জলিল, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, কাওসারী জাহান মঞ্জু, মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ মামুন অর রশিদ, মোঃ জাহিদ আরেফিন, মোঃ মেজবাহ উদ্দিন পাপ্পু, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।
খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি: অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ অদুদ মিয়া, মোঃ সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, মোঃ নাদিম মোল্লা বাবু, মোঃ তামান্ন, মোঃ বাবর আলী, মোঃ নুরু, বাদশা হাওলাদার, মোঃ জামাল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আকতার হোসেন, বকশি সাইফুল ইসলাম, মোঃ সোহাগ, মোঃ আলি ও মোঃ লিটু প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ