খুলনা | বুধবার | ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৬ পৌষ ১৪৩২

ছিলেন নয়াদিল্লির আধিপত্যবিরোধী

ভারতীয় প্রধানমন্ত্রীর মুখের ওপর যে জবাব দিয়েছিলেন খালেদা জিয়া

খবর প্রতিবেদন |
০১:৫১ এ.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। বিশেষ করে তিনি যে ভারতীয় আধিপত্যবাদের বিরোধীতা করতেন সেগুলো তুলে ধরা হচ্ছে।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, খালেদা জিয়া তৎকালীন অখণ্ড ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ছোটকালে তাকে পুতুল নামে ডাকা হতো। এরপর সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিয়ের পর তার নামের সাথে যুক্ত হয় জিয়া টাইটেল।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে পুনম পান্ডের ‘ইন্ডিয়া বাংলাদেশ ডমিস্টিক পলিটিক্স’ নামে একটি বইয়ের উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হলেও তিনি ভারত সফরে গিয়েছিলেন মাত্র দুইবার। এরমধ্যে একবার ১৯৯২ সালে নয়াদিল্লি যান তিনি।
ওই সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে দেখা করেন তিনি। পুনম পান্ডে তার বইয়ে লিখেছেন, খালেদা জিয়ার সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন অনেক বাংলাদেশি ভারতে অবৈধভাবে বাস করেন।
তখন খালেদা জিয়া তাকে মুখের ওপর জবাব দিয়ে বলেছিলেন, “ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন যার অর্থ এই নয় যে তারা বাংলাদেশি।” 
সূত্র: ইন্ডিয়া টুডে

্রিন্ট

আরও সংবদ