খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

খালেদা জিয়ার মৃত্যুতে পাইকগাছায় শোকসভা ও দোয়া মাহফিল

পাইকগাছা প্রতিনিধি |
১১:৪২ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাইকগাছায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার লস্কর যুব মুক্তি সংঘ চত্বরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আলতাফ হেসেন গাজীর সভাপতিত্বে ও বিএনপি নেতা মিজান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সম আনোয়ারুল কাদির, আয়ুব আলী মোল­া, মোস্তাকিম গাজী, মুজিবর রহমান গাজী, খানজাহান আলী, মাওলাদ হোসেন, আব্দুল খালেক গাইন, আজিজ গাইন, মোয়াজ্জেম হোসেন, হুসাইন জোয়াদ্দার, কবির আহমেদ, খানজু মোল­া, বিল­াল হোসেন, প্রসেনজিৎ বাছাড়, যুবমুক্তি সংঘের সম্পাদক শাওন আহমেদ বাদশা, বায়েজিদ গোলদার, রায়হান শরীফ. শোয়েব আহমেদ, হারুন গোলদার, নাজমুল হাসান, রাজু আহমেদ, মুশফিকুর রহমান, জুয়েল আহমেদ, নুরুজ্জামান, আরাফাত রহমান ও রায়হান গাজী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আশিকুজ্জামান।

্রিন্ট

আরও সংবদ