খুলনা | বৃহস্পতিবার | ০১ জানুয়ারী ২০২৬ | ১৭ পৌষ ১৪৩২

তালায় কৃষক দল নেতা শহিদুল ইসলামের জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১১:৪৩ পি.এম | ৩১ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরার তালা উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোঃ শহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বুধবার সকালে তালার মাগুরা ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারায়া) আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল­াহ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদর্শভিত্তিক ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। ইসলামের আলোকে মোঃ শহিদুল ইসলাম তার নিজের জীবন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নবযোগদানকারী মোঃ শহিদুল ইসলাম বলেন, দেশের কল্যাণ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

্রিন্ট

আরও সংবদ